শহর জীবনের
কষ্টকর অধ্যায়
একটু শান্তির আশায়
শান্তির নীড়
গেরাম আবার
গেরামের মেঠোপথ
মনে পড়ছে আমার শপথ
অবশেষে বাড়ি গেলাম
মায়ের দেখায় শান্তি পেলাম
হালকা বিশরামে
বের হলাম
গেরাম তো আগের মত নাই
আধুনিকতার ছোঁয়ায়
বাড়িতে অনেক মোরগ হয়েছে
সব সময় মিষ্টি ডাকে
বাইরে বের হয় কম
আমার পড়ার টেবিল
সবসময় তাদের দখলে
আমার বিছানা তাদের দখলে
গোটা বাড়ি যুদ্ধের ময়দান
আমি ভীষণ মজায় থাকি
মোরগ কখন আমায় দেখলে
তারা নেয় বাড়ি দখলে
মিষ্টি সুরে
মিষ্টি গানে
কখন যে সময় যায়
আবার শহরে আসার।।