পৃথিবীর পথে একা চলেছি
মাঠের পর মাঠ
শুধু একাই
ফুল দেখে
মাঠ দেখে
রাতের তারা দেখে
ফসলের মাঠের মেটো পথ ধরে
শিশুরা কাঁদে
কখনো হাসে
আমার ভীষণ ভালো লাগে
পাখি গন্ধ রোদ আকাশ
বারো মাস হয় না নিরাশ
মরনের আগে
এসব দেখে দেখে
কাটে যেন মোর জীবন
গরীবের সুখী
ধনীরা দানবীর হয়
মানুষেরা সবাই মানবতাবাদী হয়
এসব দেখে দেখে
আল্লাহর নাম জপতে
জপতে জপতে
মরন যেন হয়
সপ্ন যেন
সব পূরন হয়
করুনা কর মোরে
ওহে দয়াময়
মরনে যেন