নামহীন একটি কবিতা ২
মোঃ সালেহ উদ্দিন  প্রামানিক (উত্তরের পথিক)


১)
তুষার গোধূলিতে
অবাক দৃষ্টিতে
অনেক কালো কাক
রৌদ্রে পীত কাঁধে কালো মখমল
একটি সুরময় কণ্ঠে মৃদু গান
আমাকে শোনাল তারা
দক্ষিণ/পশ্চিম এলাকার
মনমাতানো রাত্তিরের গান।


২)
হৃদয় লঘু,
মোর কামনা বাধাহীন
সাগর যেন আজ
জানাল অশনি সংকেত
অতল পাতালের থেকে অনন্তে
পাখি ও কীটেরা উড়ে যায়
সঘন শ্বাস ফেলে।


৩)
বরফ-মেশা হিমেল হাওয়া,
তোমাদের ঘনঘন নিঃশ্বাস
আমার নেশাখোর ওষ্ঠাধর…
মোর বউ, তুমি  আমার স্বপ্ন,
হাজার হউক তুমিই আপন
সত্যি,  আকাশের তারার মতন!
বউ,তোমার মনের দোয়েল পাখিটা
কেমনে মধুর সুরে মায়াবী গান গায়।।


৪)
অপূর্ব  এ পৃথিবী!
বড়ই ছোট এই বুকের তুলনায়!
বউ,তোমার চুম্বনের প্রলাপ জড়ানো।।
আজব গজবের সংবাদে
কিছু কিছু ছলনাময়ীর শাসকের
শাসনে শোষনের গানে গানে অন্ধকার ফাঁদ,
আকাশে উল্কার সবেগে
উড়ে যাওয়ার মত অনেকটা।।