নষ্ট সভ্যতায় নষ্ট মানবতায়
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)


নিজেদের জয়জয় গানে
মাতাল অবস্থায় রাষ্ট্র ও সভ্যতা
বিদেশি সভ্যতা ও সংস্কৃতি আমদানি
অপসভ্যতায় গা ভাসিয়ে দেওয়া
নষ্ট ও ধ্বংস মানবতা
মানব জীবনের স্বপনগুলো
ঠিক বাগানের
গোলাপগুলো মরতে বসেছিলো
বিজলিপাখার ঝটকাতে কাচ অন্তঃফাটা
ঝাড়ুর মত চটকে যদি ফেলেই দিতো
নজরকাড়া শব্দ হতো।
সমাজ ও সভ্যতা ঠিক যেন
স্বচ্ছ কাচে
সামান্য সেই ফাটলের মত
দিনে দিনে বাড়ছিলো খুব,
প্রায় না-দেখায় ছোট্ট ক্ষত
সমগ্রকে ঘেরাও দিলো।


আমদানি করা
আকাশ সভ্যতার ফুলছড়িতে
লক্ষ লক্ষ টাকা পয়সা
নষ্ট নষ্ট অপঘাতে
ফোঁটায় ফোঁটায় মানবের
ঝরছিলো কান্নার পানি
নিঃশেষিত হচ্ছিলো
সেই হাহাকার
কারও মনেই
জাগেনি সন্দেহ কোনও;
কেউ হাত দেয় নি
তুমিও হাত দিও না,  
মাজাভাঙ্গা নানা
যুক্তি ও মুক্তির ফুলছড়ি এখন।


মন না ছুঁয়েই
যেসব হাতে হাত রাখা হয়,
বিশ্বাস করেই
পশ্চিমের দশন
ঠিক এরকম
মিষ্টি গোলাপের মত
কাটা ও  মিথ্যে প্রণয়।
নিজের থেকেই ফাটল ধরলে
কেউ ভাঙ্গা
ঠেকাতে পারে না।।


অপসভ্যতার অপঘাতে
মানবরা মরছে দলে দলে
আসো নিজেরা
মিলেমিশে সমাজ গড়ি
নগ্ন ও পশ্চিমা সভ্যতা
ঠিক যেন
ঝরা ফুলের মত।


নবীনরা জাগো
আর ছলনার শিকার হয়ো না
জগতে নানা
যুক্তি ও মতাদর্শ ছিল, আছে ও থাকবে
নিজেদের সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও সভ্যতা
অপরের পাঠার বলি না হয়ে
নিজেরায় মিলেমিশে গড়ি
মানবের সুখের আবাস গড়ি
আর নয়
কখনও নয়
নষ্ট সভ্যতায় নষ্ট মানবতায়।।