জীবন ও নদী
একই মোহনায়
মানুষ ও নদী
নিবিড় সম্পক
রোদ ও নীল আকাশ
মেঘ ও নদী
তারা ও নদীর পানি
মন শীতল হয়
পরশে নদীর পানি
সকালে  নদীর
প্রেমের জোয়ার
দুপুর  বিকালে
হালকা ভাটা পরে
রাত ও নদী
অপরুপ চিত্র
এতো কবি ' লেখক
নদী  নিয়ে লিখেছে
তাদের সংখ্যা অজানা
বাংলাদেশের নদী
আজ ধূ-ধূ মরুভূমি
নদীতে বাংলার মানুষ
ফুটবল খেলে
নদীকে বাঁচায়
নিজেরা বাঁচি
সব দেশকে
বাংলার নদী সমপকে বলি
সব দেশকে বলি
সচেতন করি
তীব্র আনদোলন করি।।