(১)
ভোগ বিলাস
আরাম আয়েশ
নব নব পাপাচার
মানবতার কারাগার
কেউ একটা রুটির জন্য
কেউ একটু ভাতের জন্য
কারো কারো হায়রে
খাবার নষ্টের বাহারে
মানবতা বার বার কাঁদে
নগ্ন প্রতিযোগিতা
সত্যি কাঙাল মোরা।।
(২)
সরকার ব্যবস্থায় আজ
নানা বাহার
দেখি গনতন্ত্রহীনতা
দেখি আমলাতান্ত্রিকতা
দেখি এককশাসক
দেখি একনেতা,এক দল।।
নগ্ন প্রতিযোগিতা
অসংস্কৃতিক প্রতিযোগিতা
এক আদশ,একক ইজারাদার
একক শিল্প গোষ্ঠী
একক মাফিয়া
একক দলের রাজনীতির ক্ষমতার।।
ভিন্ন মতাদশের কারাগার
জেল,হত্যা,নিয়াতন,খুনের আবাস
অরাজনৈতিকরনের প্রতিযোগিতা
নগ্ন প্রতিযোগিতা
একক আধিপত্যের আবাস।।
(৩)
চাটুকারিতা
আরেক মুক্তির প্রতিযোগিতা
তোষামোদ আজ
রাজনীতির নব্য আদশিক ভাষা
সব জায়গায়
আজ তারা।
তেল মারা
পদোন্নতির মাধ্যম
নামছে সবাই
শুরু নগ্ন প্রতিযোগিতা।।
চলমান পাতা.......