(১)
চাকুরি তো একরকম সেবা
বলা যায় মহৎ সেবা
আমরা সেবক
নেয় না ছবক
রাত দিন
এক করে।।
টাকা আর টাকা
নানা আশা
নানা সপ্ন
জীবন আজ যান্ত্রিক
টাকা কামানো
সবার লক্ষ্য।।
নানা দূনীতি করেও
নগ্ন প্রতিযোগিতা করেও
অঢেল টাকার মালিক অনেকেই
নানা দুনীতির সংবাদ
রমরমা ব্যবসা
গাদ্দারী সবদা
হিংসাত্মক নৈরাজ্যতা।।
টাকা উপাজন
অপরাধ নানা কায়দায়
রেহায় কবে পাব আমরা
বাংলাদেশের ইতিহাসের
নায়করা /খলনায়করা
টাকার কুমির হওয়া
ভাষনে নোবেল পেত
যদি নোবেল দেওয়া হতো
জিন্নাহ, আইয়ুব,ইয়াহিয়া
ভাসানী,মুজিব
জিয়া,এরশাদ
খালেদা,হাসিনা।।
দলীয় মতাদর্শের ইতিহাস নয়
নিরপেক্ষ ইতিহাস পড়তে হয়
জনসেবা নামে মাএ
টাকার পাহাড়
মাদার মাফিয়া হাওয়ায় লক্ষ্য।।
অপরাজনীতির নগ্নতা
অসার নগ্ন প্রতিযোগিতা
জনগন মরে
দলে দলে,
দেশের টাকা
আজ সিঙ্গাপুরে
আমেরিকা, কানাডাতে।।
সরকারি আমলা
বেয়াদব রাজনীতিবিদরা
উন্নয়ন উন্নয়ন উন্নয়ন
তসবী জপে
চেতনা চেতনা বলে বলে
ব্যবসার আড়ালে
নগ্ন প্রতিযোগিতা চলে,চলবেই।।