মনে বড় আফসোস
বেঁচে-আছি নিয়ে শ্বাস
বুক ধরভর সবসময়
কি গজব জামানায়
গনতন্ত্র রাজতন্ত্র হায়রে
নগ্ন প্রতিযোগিতার আড়ালে।।
সামানতবাদ,সমাজতন্ত্রের নগ্নতা
সামাজ্যবাদ,উপনিবেশবাদের নগ্ন প্রতিযোগিতা
আমরা ঘি ঢেলে দেয়
আরও বাড়ে প্রতিযোগিতা
সাথে নব্য যুক্ত হয়েছে জাতীয়তাবাদ
নব নব ক্যানসার শাসনে।
নব নব চেতনা পূজার আড়ালে
তাই জনগন আজ বনবাসে
দেশে দেশে গনতন্ত্র কারাগারে
রক্ষা করার কেউ নাই রে
আধুনিক যনএ সভ্যতা
আর বাড়ে নগ্নতা।।
প্রযুক্তির উৎকর্ষের নগ্নতা
অসম প্রতিযোগিতা
মানুষরা মানকা চিপায়
বার বার যায় ফেঁসে
আত্ম নির্ভরশীলতা, আত্ম পূজা
বিলিয়ে দিচ্ছি মোরা
মনে প্রতিযোগী মোরা।।