নতুন করে জন্ম হয় না, মৃত্যু হয় না
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)


১)
আজ পৃথিবী কাঁপানো
কিছু নেতার কথা মনে হলে
মনে হয় এদের মৃত্যু হয় না কেন
পৃথিবীর ইতিহাস পড়লে বা
আবার কখনও অসভ্য নেতার দেখলে
মনে হয় এমন গজব
আর যেন জন্ম নাই হয়।।
সকলে মোরা
জগৎ সংসারে কাঙাল হয়ে
কান্না চোখে দেখি
মায়াবী চোখে দেখি
কিছু কিছু বেদনার চরিত্র
কিছু কিছু মায়াবী চরিত্র।।


২)
কথাগুলো অনেক পুরাতন বন্ধুগণ
বার বার বলি কম
কারন, সবার বিরক্তের
কারন হওয়া
আমার পক্ষে সম্ভব নয়
বিষয় সোজা
নতুন করে জন্ম দিতে
মন সায় দেয় না
নষ্ট বা ধ্বংস
মন আরও সায় দেয় না।।


৩)
আমার  মায়াবী অনুভূতি ও মমত্ববোধ
কেন জানি অকারনে
ভালোবাসার কোনো জন্ম হয় না
মৃত্যু হয় না –
কেননা আমি অন্যরকম
ভালোবাসার হীরা ও সোনার গয়না
শরীরে নিয়ে জন্মেছিলাম।


৪)
আমার কেউ  ভালো করে নাম রাখেনি,
তিনটে-চারটে ছদ্মনামে
আমার ভ্রমণ সবখানে ,
আগুন দেখে আলো ভেবেছি,  
সেই আলোয় আমার
হাত পুড়ে যায়।
অন্ধকারে ছলনাময় মানুষ
দেখা সহজ ভেবে
ঘূর্ণিমায়ায় মনের অজান্তে
অন্ধকারে মিশে থেকেছি।


৫)
কোন শাসকে দেখি
ভং ধরে বার বার
কোন কোন শাসক শিরোপা চায়,
সচেতন মানুষরা
দু’চোখে হাজার ছি ছি
বার বার বললেও।।
তবুও মোদের জন্ম-কবচ,
ভালোবাসাকে মনের মত
করে ভেলোবেসেছি
আজ কেন জানি,
আমার কোনো ভয় হয় না,
চিরন্তন সত্য,
ভালোবাসার কোন জন্ম হয় না,
আবার মৃত্যু হয় না।।