অসীম কান্নায় মহাবলদের বিদায়
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)


আকাশ যেন হাসে
বাতাস যেন ডুগডুগি বাজায়
কিন্তু মহাবলদ তো কাঁদে
বিদায় বেলায় মিথ্যার বুলি।
মহাচোর, মহাপ্রতারক,
টাকার কুমিরদের গডফাদার,
অনেক খুুনিদের মাথার মুনি,
কোটি কোটি তহবিল আত্মসাৎ
আমাদের মহান পিতা
কলঙ্কিত পিতা।
আজ বিদায়
মহাবলদের বিদায়
সংবিধান তো ক্ষমতা দিয়েছে
সে প্রভুর সেবায় নিজেকে বেঁচে দিয়েছে।


মাঝে মাঝে একটু রম্য কথন
আর দলবাজি,বাবাবাজি
১০ বছর হরিলুটের কারবারি
আজ বিদায়
বাবা ভবন
আজ খালি
আরেক বলদের তরে।।


বাকী জীবন
তসবী হাতে
ন্যায়ের কথা বলবে
অভিনয়ে অভিনয়ে
বলদের নাট্যশালায়
বিদায় মহাবলদের
কান্না করে কি লাভ!!
আয়েশের জীবন
কি আর পাবে!!!
মহাপিতা,ভন্ড পিতা
চিন্তা কর না!!
মাদার মাফিয়া কিছু একটা!!!
তোমার জন্য করবেন!
বিদায় মহাবলদ
বিদায় গজব পিতা।।