বসন্ত  ছিল
কিন্তু কোকিল তো গায় না
শিশিরের গানে
পেঁচার গানে
চারিদিকে হুংকার শোনা যায়
আর তো পাব না
বার বার মনে হয়
আবারও কিশোরের গানে
শাসকেরা যুগে যুগে
গদি মায়ায় পাগলপারা
জনগন হয় দিশেহারা
কিছু পাবার আশায়
সংগামে সংগামে
জীবন যায়
সত্য ও ন্যায় শাসক
আসে আশার অপেক্ষায়
আর বিবণ সভ্যতার মমঘাতে
কোনদিন খুঁজে কী পাব না
গেরাম ও শহরের মিলনমেলায়
স্বপনে বিভোর সবার মন
মাঝে মাঝে অনধকারে
মিলিয়ে যায়
আশা কী শেষ!
ক্লান্ত হলেও
আশা তো জীবন বাঁচিয়ে রাখে।।