পৃথিবীর আজ সেই
আয়োজন নেই
নিজেকে সে বৃদ্ধ
ভাবছে প্রতিবার।
আমরা মানবরা
তাকে ভালোবাসা
না দিয়ে নিজ কাজে
ব্যবহার করেছি অনবরত।
নানা বিপ্লবে
রক্তে, দূষণে
নানা প্রতিযোগিতায়
পৃথিবী অন্ধকারে
পৃথিবী ধ্বংসে
আমরা অকৃতজ্ঞ জাতি।।
যদিও জাতিসংঘ করে
নিজেদের শ্রেষ্ঠ দাবি করি
রক্তের হোলিখেলায় আমরা
সবাই পৃথিবীকে নরকে পরিনত করি।।
ধ্বংস সহজ
মূহুর্তের মধ্যে হয়
সৃষ্টি অনেক কষ্টের
অনেক ত্যাগের।।
ভালো লাগা সহজ
ভালোবাসা আরও সহজ
কিন্তু বিরহ কঠিন ও কষ্টের
এই পথে আমরা চলি কম।।
পৃথিবীর সহজ কাজ,
জ্ঞানী দাবি করা
ছলনা করা
চাপাবাজি করা
সেকেন্ডে সেকেন্ডে কথা দেওয়া
ধ্বংস করা
যুবকের প্রেমে পড়া
নিজেকে মহানায়ক দাবি করা
নিজের বাপকীতন করা।।
পৃথিবীকে কেন কঠিন করছি
আসুন নিজেদের বদলায়
সবার মোরা হয়
সবাই বন্ধু
ধ্বংস হবে শএু।।