রুপকন্যা তোমার জাদুময় আঙুল


রুপকন্যা আমার
তোমার জাদুময় আঙুল
যতক্ষণ না ফুলের মত
শান্তির পাখনা ছড়ায়,
ততক্ষণ ভুলে থাকি
সেই একই হাত
কীভাবে সেঁচন করে লতার শেকড়  
কীভাবে গোলাপের মেটায় পিপাসা
একটু সচেতনে বল।।


একটু ভেবে দেখো
গৃহপালিত পশুর মত
তোমার পিছু নেয়
তোমার আচড়া, ঝারি — মাটি চাটে,
কাদা কামড়ায়,  উন্মুক্ত করে দেয়
মাটির গভীর সুবাস,
দেব্পুষ্পের গনগনে, সতেজ ঝলক।


রুপকন্যা আমার
তোমার আঙুলে
মৌমাছির দৃপ্ততা,
দরদ মিশুক,যে আঙুল স্বচ্ছ
শাবকের মত ফোঁটা ফোঁটা
পানি ঝরে
মাটিতে ছড়ায়।


রুপকন্যা আমার
যে হাত ফের আবাদ করে
আমার হৃদয়
পাথরের মত এই পোড়-খাওয়া বুক
তোমায় কাছে পেলেই
তোমার কণ্ঠের কানায় ভরা
বনভূমির জল পান কোরে,
আশ্চর্য গেয়ে ওঠে।।