জগতটা ভেজাল
আর নানা প্যারা
তবুও বাঁচে মানুষ
গরিবের মত
ধনীর মত
পোকামাকড়ের মত
যা অনেক সময়
ভাষায় বুঝানো মুশকিল
আকাশ নীল
কিন্তু জমিনটা
নানা রঙের
রুপকথাকেও হার মানায়
বাস্তববাদ মানুষকে
এখন পশুতে পরিণত করেছে
মানব সেবায়
সমাজ সেবায়
বিশ্ব রাজনীতিতে
সবার জন্য কল্যানকর
চিন্তা ও ভাবনা
আজ যেন হাসি খেলার মাঠ
আমার মনে হয়
রুপকথার কেউ
এসে যদি সমাজটা
নতুন করে গড়তে পারত
আল্লাহ তুমি দয়া কর
এমন সমাজ দেও
মানুষ যেন মানুষকে
বুঝে ও মূল্যায়ন করে
আমিন আমিন।।