ভাষার ব্যাপারে নজর
দিনদিন কমে কদর
সংবাদ  মাধ্যম দালাল
সব জায়গায় দালাল
ভাষাকে খুন করে এরায়
এতো শব্দ দূষণ
এতো রক্ত খরান
টিভি,টকশোতে, এফএম -রেডিওতে
বাংলাভাষাকে খুন করছি
প্রতিদিন বারে বারে
বিশব্বিদ্যালয়, বিচারালয় ও সংসদে
বাংলাভাষা পদেপদে মরে
রুপক কিছু কিছু
আমি শুধু দেখি
অবাক হয়ে দেখি
লজ্জায় কাঁদা মাখি
কান্নার সোঁত দেখি
সম্পদের পাহাড়ও দেখি
ভাষা আন্দোলন আবেগ
এক অন্যরকম ইতিহাস
ফলাফল ব্যাপক হতাশাজনক
দেশের সবজায়গায় নাই
রপক কিছু কিছু
মোদের বাংলা ভাষা
ভাষা সৈনিকের সন্তানরা
আজ রাস্তায় কেন
ভাষার মাস আসলে
একদল কান্নায় ভাসে
একদল অপরাজনীতির ধান্দায়
রুপক কিছু কিছু
একদল চাঁদায় বনভোজন
একদল সাংস্কৃতিক অনুষ্ঠান
একদল ফুল দিয়ে
জগৎ উদ্ধার করবে
রুপক কাজ নয়
বাস্তবায়ন মোরা চায়
কি জন্য ভাষার আন্দোলন!!!
কি চেয়েছিলাম মোরা!!!!
শেষে কি হলো!!!
কি পেলাম মোরা!!!
ভবিষ্যতের ভাবনা কি!!!
রাজনীতিবিদরা অপরাধপ্রবন ছিল
তাই আজ ভাষার
করুন অবস্থা বিবরণ
আজ বাংলায় একটা
এক চিঠি লিখতে
দশটা কলম ভাঙ্গবে
এত নেতা এত জানোয়ার
বাংলাভাষার উন্নয়নে নানাপ্রতিষ্ঠান
তাদের পকেটের বেশি টান!!
বাংলা ভাষা জাহান্নামে যাক!!
তাদের দায়িত্ব নাই!!!
প্রথম আলো, কালের কন্ঠ
চিবিয়ে খাচ্ছে ভাষারমুন্ডু
নাই  তদন্ত হায়
দেশে চলে যাই -ইচ্ছে -তাই
হিন্দি, ইংরেজি, উদু
শব্দ চয়নে থাকবেই
বাংলার বৃথা রক্তদান!!!
মনে হচ্ছে মোর
শিশু বাংলায় জানবে
তারা দেশ গড়বে
তারা ছলনার শিকার!!!
ইংরেজি, হিন্দি, উদুর ওস্তাদ
বাংলাভাষার কি দোষ
সবার জন্য বাধ্যতামূলক
বাংলা ভাষা শিক্ষা
দেশের সব স্তরে
বাংলার ব্যবহার
দায়িত্ব কার
আয়োজক সরকার
কিছু কিছু লোকদেখানো
দান খয়রাত বন্ধকর
নিজ ভাষায় সব হবে
এই সব আয়োজন কর
রুপক কাজে নয়রে
অন্যায়কে না বল
নিজ ভাষাকে ভালোবাস
ভাষাপ্রেম,দেশপ্রেম সবজায়গা
সবসময় বাসতবায়ন কর
সুশাসন চালু কর
অপরাধ নীতি বন্ধকর
অপরাজনীতি বন্ধকর।।