রূপসীর মত মন
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)


১)
রুপসীর দিকে দেখ না
মনে হয়
সকলি সত্যি
সাবলীল মহাশ্চর্য।
সকলি পৃথিবীর,
রিপুর ঊর্ধ্বে,
সে থাকে
নিশ্চুপ  ও লজ্জারুণ মুখ নিয়ে।
আপন স্নিগ্ধ
ঠিক রূপের
সূর্যের মতন
চতুর্দিক সে
হরিণচোখে চায়।।
বন্ধু নেই—
নেই প্রতিদ্বন্দ্বী,
তবুও হারিয়ে যায়
সে পরিমণ্ডলে
নানা রূপসীর
পাংশু থাবায় ফন্দি
তবুও রুপসীর মন
বার বার বদলায়।


২)
যেদিকে অতি দ্রুত
যাও না কেন তুমি—
হয়তো প্রেমিকার বিদায়লগ্ন,
মনের মোহনায়
লালন করো তুমি
যে কোনো
অপরূপ সোনালি স্বপ্ন,
তবু অকস্মাত্
দেখলে তাকে তুমি
থমকে পথে
থেমে যাবে অনিচ্ছায়
তবুও বদলায়
রুপসীর মন বদলায়।