বিচিত্র ভাবনার আড়ালে মন
ছটফট করে
ঘুম কম হয়
মুখে রুচি থাকে না
কথা বলতে
কথা শুনতেও ভালো লাগে না।।
সাদা কাফনের কাপড় নিয়ে ঘুরি
কখন মৃত্যু এসে যায়,
ভালো কলেজে ভর্তি,
চাচা আব্বার ক্ষমতা লাগে,
চাকরির জন্য ঘুষ,
ব্যবসার জন্য চাঁদা।।
নানান কাজে,
নানান তদবির,
চাকরি হলো না,
পেটে মোদের মৃত্যু ক্ষুধা।।
তাই সাদা কাফনের কাপড়
নিয়ে ঘুরি রাস্তায় রাস্তায়
বন পাহাড়ে একা একা
কিছু কি করার নাই?
প্রতিবাদে সোচ্চার হয়।
মিছিল করি,
গুলি খায়,
মৃত্যু হয় না
তাই সাদা কাফনের
কাপড় নিয়ে ঘুরি।।
কত সহ্য করা যায়!!!
মরি মোরা সবসময়,
আত্মহত্যা নয়,
ফাটা কপাল মোদের,
সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা
বাংলাদেশ হবার লয়।
পাগলের শাসকের সপ্ন দেখা উচিত নয়,
কারন তার সবকাজে পাগলামি।।
মৃত্যু আগে শান্তি দেখে
যেন মরতে পারি,
তাই সাদা কাফনের কাপড়,
নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি।।
নিজে সচেতন হই
সবাইকে জানাতে চাই।।