সবার আগে মওলারে আপন করে
মোঃ সালেহ উদ্দিন  প্রামানিক (উত্তরের পথিক)


আমার বন্ধুগণ,
সবার আগে
সবার আগে
মওলারে আপন করে।


আমার কোনো শেষ বার নেই
আমার কোনো শেষ বার নেই,
আছে চির প্রতিশ্রুতি;
মোদের কষ্টের বালির ওপর
নানা জাতির জয় তার পায়ের
ছাপ ফেলে রেখে গেছে
কিন্তু মওলারে আপন করতে
পারে নি অনেকেই।।


তোমরা জানো,
কিভাবে নিতে হয়
দিতে কমই জানো তোমরা
আমি এক সাধারণ মানুষ,
যে মানুষকে ভালবাসতে চায়
তোমাকে চিনিনা, অথচ ভালবাসি,  
কাঁটার উপহার দিইনা কখনো,
নেয় না তার ধার।


মওলারে আপন করে জানো
তোমরা জেনেছ কিছুই
কেউ হয়ত জানতেও পারে,
আমার হাতে তৈরী মুকুট
রক্ত চায় না,
আমি প্রতিরোধ করেছি বিদ্রূপ;
হয়ত জানতেও পারে।।


শোন বন্ধুরা
মওলারে চিনতে
এতো কষ্ট করা লাগে না
কিন্তু আজও
আমার আকণ্ঠ উত্তাল ঢেউ
সর্বদা ভরা ছিল সত্যের জোয়ারে
কদর্যতার প্রতিদানে উড়িয়েছি কপোত
আমার কোনো চির প্রতিশ্রুতি নেই,
কারণ আমি আজ, কাল এবং ভবিষ্যতে,
ভিন্ন মানুষ মোরা।।


হয়ত তাই, আমার পরিবর্তনশীল
ভালবাসায় এক পবিত্রতা আছে
আমার কাছে  
মৃত্যুই চূড়ান্ত নিদান নয়
মওলার দীদারই চূড়ান্ত।।


আমি সত্যি,
মোর মওলারে ও নবী (সাঃ)কে  বেশি বেশি
জীবনের চেয়েও ভালোবাসি
তারপর
তোমায় ভালবাসি,
তোমার ঠোঁটে মওলার নামের
যে আনন্দ খেলা করে,
তাকে চুমু দিই আমি।
চলো, পাহাড়ের গায়ে খড়কুটোয়
একটা মসজিদ গড়ি
মওলা ও মানবতার জয়গানে
এক নিশ্চিন্ত প্রেমের আগুন জ্বালাই।