অনেক সংবাদ
অনেক কান্না
অনেক হাসি
অনেক ষড়যন্ত্র।।
অনেক রক্তপাত
কখনও মানুষ জানে
কখনও জানতে পারে না
দেশে দেশে।।
এত সংঘাত
এত রক্তপাত
আসুন সভ্য হই
সভ্য জাতির পরিচয় দেই।।
সচেতন ও রাজনীতিমহল
আপন আপন নীড়ে
বাসনায় ও ভাবনায় গড়বে
কিভাবে নিজেদের তাজমহল!!!
মানবাধিকার নিয়ে যত ব্যবসা
রাজনীতিতে যত ছিনিমিনি খেলা
বিশ্বের যত যুদ্ধ হয়েছে
ইতিহাস পড়ুন
জানতে পারবেন।।
মানুষের আদিম চরিত্র
আজও আছে
যুগ বদলায়
এতো সংঘাত
এতো রক্তপাত
দৃশ্যপট বদলায়নি কখনও।।
মানবাধিকার বলে
চিৎকারে গলা ফাটানো
আছে জাতিসংঘ
বড় দাদাদের সংঘ!!
যুদ্ধ বা সংঘাতের ফায়দা
লুটতে সদা ব্যসত
সংঘাত অবশেষে
মরা লাশের উপর
আলোচনার ফায়দা চলে।।
একটু সুখ
একটু শান্তি
একটু মযাদা
কি বিশাল অপরাধ??
আজও আইনের পাতায় বন্ধী!!
সংঘাত নয়
রক্তপাত নয়
জাতির ভিওিতে নয়
ধমের চেতনার ভিওিতে নয়।।
আসল পরিচয় মানুষ সবাই
মানুষের জন্য লড়াই করি
আর কখনও সংঘাত নয়
মিলেমিশে থাকব বিশ্বময়।।