সমাজের ফাটল
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)


স্মরনীয় কিছু কবিতা
মানুষের মুখে মুখে
ঠিক অনেকটা
ফুলবাগানের গোলাপগুলো
পানির ও যত্নের অভাবে
মরতে বসেছিলো
এই রকম।


সমাজ নষ্ট হচ্ছে
না সভ্য হচ্ছে
একটু নিরীক্ষা করলেই
সুস্পষ্ট বর্ণনা
চোখের সামনে
অনেকটা আকাশের
বিজলি ঝটকাতে
মনের কাচের অন্তঃফাটা
অনেকটা ঝাড়ুর মত চটকে
যদি ফেলেই দিতো
কিছুটা নজরকাড়া শব্দ হতো
স্বচ্ছ কাচে সামান্য সেই ফাটলটুকু
দিনে দিনে বাড়ছিলো খুব,
প্রায় না-দেখায় ছোট্ট ক্ষত
সমগ্রকে ঘেরাও দিলো।


একটু লক্ষ্য করলেই
তোমরা ভাই দেখবে
ফোঁটায় ফোঁটায় ঝরছিলো পানি
নিঃশেষিত হচ্ছিলো
সেই পুষ্পরসও
কারও মনেই
জাগেনি সন্দেহ কোনও;
হাত দিও না,
ভাঙ্গুর এখন
কারন অজানা কষ্টের।


কখনও মন না ছুঁয়েই
যেসব হাতে হাত
রাখা হয়,
ঠিক এরকম ফুলবাগান;
মনে হয় মোর
সে মিথ্যে প্রণয়।


তুমি শত চেষ্টা করেও
নিজের থেকেই ফাটল ধরে,
ভাঙ্গতে থাকে,
কেন্দ্রে ফোটা প্রণয়-পুষ্প
যায় বার বার
কেন ঝরে যায়।


জগৎ জানে
সবাই  বেশ আছে তো,
অক্ষত ফুলবাগান
অন্তরে বাহিরে
তখন কষ্ট টাটায়
বাড়তে থাকে তার
মৌন এবং মিহি-রোদন
হাত দিও না,
তার ফুলবাগানে
সেই হৃদয়ও ভাঙ্গা তখন
কখনও নিরাময় করা যায় না।।


সমাজ মোদের
দেশ মোদের
আসুন একসঙ্গে বাঁচি
সমাজের ফাটল দূুর করি।


সমস্যা তৈরি করে
তালি বাজানো লোক প্রচুর
আলোচনায় সব সমাধান
কে কোন দলের
কে কোন মতাদর্শের
সব ভুলে।।


দেশ বাঁচাতে
ফাটল সারাতে
আসুন একসঙ্গে বাঁচি
জনগণকে ভোটের
অধিকার দেই ফিরিয়ে।।