শোন, তোমাদের বলছি
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)


১)
শোন, তোমাদের বলছি
অবশেষে, তারারা যদি আলো ছড়ায়
তবে নিশ্চিত, তেমরা তাদের প্রয়োজন বোধ করেছিলে
তোমাদের কেউ হয়তো কামনা করেছিল আকাশে তাদের উপস্থিতি,
তবে কেউ নিশ্চয়ই মনেপ্রানে চেয়েছিল।।


২)
মুক্তোদানার নিঃসরন,
এবং মুহুর্মুহু নিঃশ্বাসের শব্দ,
শেষ বিকেলে ধুলিঝড়ের,
ঘূর্ণাবর্তে পাক খেতে খেতে,
তোমরা ত্বরিতে ছুটে যাও
মহান রবের কাছে,
এরই মধ্যে বিলম্বিত,
এইভেবে তোমরা ভীতসন্ত্রস্ত হও,
অবশেষে,
অঝোরে কেঁদে কেঁদে ফরিয়াদ জানাও,
মহান আললাহর দরবারে,
তোমাদের মোনাজাত এভাবেই কবুল হয়।।


৩)
মহান আললাহর দরবারে সেজদায় লুটে পড়েছিলে,
মনের তারার উপস্থিতিতে,
নিশ্চয়তা অনুনয় করেছিলে,
বলতে থাকো,
তারাহীনতার বিষাদময়তার  অসহনীয় গল্প ।
অতপর,
উদ্বিগ্নতায় তোমরা পায়চারী করতে থাকো,
দৃশ্যত, তোমরা থাকো শান্ত ।


৪)
অতঃপর  কাউকে বলে উঠলে,
সব ঠিকঠাক হল,
কিছুতে তোমরা ভীতসন্ত্রস্ত নও,
তাই নয় কি?
শোন, তোমাদের বলছি
বিপ্লবীদের হও,
নানা বাজেবাজের  বস্তাপচার
বিপ্লবী নয়।
৫)
সমাজে বিপ্লবের প্রয়োজন হলে
বিপ্লবই বিপ্লবীদের তৈরি করে
যদি তারা থেকে শিক্ষা নেও
কেমনে এতদূর থেকে আলো ছড়ায়-
তবে নিশ্চিত,
তারারা প্রয়োজন বোধ করেছিল
এভাবেই প্রতিটি সন্ধায়।।


৬)
অন্তত একটি অসীম ভালোবাসা আকাশ
তোমাদের হৃদয়ে তৈরি কর,
প্রেমের দালানের চুড়ায় উদিত হবে।
বস্তা পঁচা নামিদামী সাটিফিকেটের অহংকার,
নানান পোশাকের নগ্নতার বাহার,
বংশের গৌরব,
টাকার গৌরব,
সব ছুড়ে ফেলে-
নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলো।।