মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)


সত্যিকারের মুক্ত কয়জন
বলতে পার বন্ধুগণ
আজ আমি মুক্ত
বন্দীশালার কথাগুলো ছিল অব্যক্ত,
কেন গিয়েছিলাম বন্দীশালায়
জানতে চাও?
কিছু তেতো কথা
তবে বলি, মনদিয়ে শোন
করেছিলাম অন্যায়ের প্রতিবাদ,
তাইতো বন্দীশালায় যেতে হল
খেতে হল বেত্রাঘাত।


কিছু তেতো কথা
তবে সত্য কথা
ওরা নেতা, আমরা সাধারণ মানুষ
ওদের অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলি
রাগে করে ফোস ফোস।
অন্যায়ের প্রতিবাদ করা সেটাই ছিল
বড় দোষ নয়
মহাপাপ মনে করে গজবরা।


মোরা দেখি অন্যায়
বলি কম
সমাজে হয় যত অন্যায়-অপরাধ
বলতে পার এসবের পিছনে
আছে কাদের হাত?


মোরা জানি, সবাই জান
অপরাধীকেও চিন
কিন্তু সত্য বলার সাহস নাই,
সৎসাহস হারিয়ে ফেলেছ
ভিতরে মানবতাবোধটুকুও নাই।


সত্যি মানব সমাজে আজ
মানুষ নাই
আছে শুধু শেয়াল-কুকুর,
চারিদিকে অন্যায়, অবিচার
সত্য আজ বহুদূর।


কিছু তেতো কথা
বলি কষ্ট করে শোন
আবজনা ও ডাস্টবিন
কি এক
সত্য আজ হারিয়ে গেছে
মিথ্যার আঁধারে
মানবতাবোধটুকুও চলছে
তাঁর হাত ধরে।


মোরা তেল মারতে ওস্তাদ
বিবেক,মনুষ্যত্ব,অন্যায়ের প্রতিবাদ
এগুলো আজ শুধুই কল্পনা
সত্যের উপর মিথ্যের আল্পনা।


সমাজকে আজ তাঁরা
ঠেলে দিচ্ছে দিন দিন
গভীর অন্ধকারে,
বাবা নামের তসবিহ
জপে জপে দিন দিন
আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে
রাতের আঁধারে।


আরও শোন
কালোকে সাদা করে
আর সাদাকে কালো,
ক্ষমতা ও টাকার বলে
আইনের চোখে দেয় ধুলো।


বাপ বেটির গজব জেলখানায়
কয়েদী বাংলাদেশ
রাতের আঁধারে যারা করে
অন্যায়, ব্যভিচার, অবিচার
দিনের আলোয় তাঁরাই নেতা
তাঁরায় আজব গজব পিতা
তাঁরাই হয়ে ওঠে সমাজের কর্ণধার
এতো লজ্জা রাখি কোথায়!!


সত্যি সাধীনতা
তুমি সবার হও নি
জনগণ ও শাসক
নয় এক নদীর পানি
শাসক তেতো কথা
শুনতে চায় না
চায় তেল আর কীতন।।