তোমার জীবনে আমার অনুভব
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)


১) তোমার জীবন
আমার জীবন
সত্যি শিল্পময়
মনে হয়।
আমার মিষ্টি অনুভবে
তোমার চোখে যতই দেখি
চাঁদের রঙের মতই
দেখলেই মায়া লেগে,
কাদা-মাখা দিনের মতো।।
সোনালী রোদের  ঝলক,
লালচে আগুন,
এই সব আনমনা আঁচ,
আগুন যদি না থাকত,
যদি এতটা জড়ানো থেকেও
গভীর অনুভব না হত
সত্যি, তুমি বাতাসের মত
ফুরফুরে, শিল্পময়।।


২) তোমার জীবন
আমার জীবন
মোর মিষ্টি অনুভবে
তুমি যদি না হতে
হলুদাভ বাদামী পাথর,
হরিত লহমার মতন
যে লহমায় হেমন্ত আঙুরের
লতা বেয়ে ওঠে।
না হতে যদি সুগন্ধী
চাঁদের আঙুলে
ময়ান দেওয়া সেই খন্ডিত রুটি
তোমার সাদা সুরভিত
গুঁড়ো না ছড়াতে আকাশের গায়।


৩) তোমার জীবন
আমার জীবন
মোর মিষ্টি অনুভবে
তাহলে হয়ত,
প্রিয়তমা তোমাকে ভালবাসতাম না
অনুভবে যতটা বাসা যায় ।
কিন্তু যে মুহুর্তে তোমাকে ছুঁয়ে থাকি,
ধরে থাকি তোমায়,
সে মুহুর্তে যা কিছু আছে,
সময়ের করতলে।।
তাই বার বার দেখতে পাই
প্রেমের মায়ার ধূসর সব
বালুকণা, মুহুর্ত-স্পন্দন,
বৃষ্টি-ঝরানো বৃক্ষরাজি,
সব কিছু সবসময় জীবন্ত,
আমিও জীবিত তাই :
এসব অনুভব করি।।
নিষ্কম্প থেকেও
বার বার।।
তোমার জীবন
আমাকে নতুন করে শেখায়,
তোমার তুলনায় তুমি,
দুনিয়া ও আখেরাতের,
আল্লাহর সেরা উপহার।