কবির কবিতা তার আবেগ
তার চোখে সে দেখে
কখনও সে সফল হয়
কখনও সে বিফল হয়
সমাজে কেউ ফেরেশতা নয়
অপরাধে সমাজ নষ্ট হয়।।
উপরের লোক করুক বা
নিচের লোক সদা করুক
সংশোধন হওয়া অতীব জরুরি
নাহলে সবাই জঙ্গলে বাসকরি
কবি ভাবে কবি বুঝে
প্রতিবাদ তার জীবনের ক্যানসার।
কবিতায় কি শাসকের তাঁবেদারী
যেখানে অনিশ্চিত অন্যায় তোষামোদি
সব কবি পারে না
পরিবারে খাবার থাকে না।।
শাসকরা পায়ে বেড়ি পড়ায়
তবুও কলম চলে অবিরাম
মৃত্যু আসে তবুও সে
মাথা নোওয়ার জন্য নয়
অপসংস্কৃতি অপসভ্যতা অবমূল্যায়ন বেশি
কলম গজে উঠবেই তখন।।
এক পরিবার এক শাসক!!
একক গোষ্ঠী একক ইজারাদার!!
ধনীরা আরও ধনী কেন??
বাপ বেটির রাজত্ব কেন??
যোগ্য শাসক নাই কেন!
কবি প্রশ্ন করবেই করবেই???
কারন সমাধান অতীব দরকারই।।
সাধারণ মানুষ তার চিন্তা
কবির চিন্তা অন্য চিন্তা
মুদ্রার দুটো পিঠ থাকে
মানুষ বুঝে কম থাকে
ভাবি কি হয় কি??
কেন হল সঠিক কি??
সমাজে প্রশ্ন কম হায়??
তাই জবাবদিহিতা আরও নাই
শাসকরা লাগামহীন বেলেল্লাপনার আচরন!!!
জাতির মনে প্রশ্ন আসতেই পারে
কবির কষ্ট থাকে থাকে
নিজেদের সমাজ নিজেদের পরিবর্তন
সবাইকে সাথে নিয়েই পরিবর্তন
একক প্রতিষ্ঠানে পরিনত হওয়া!!!
কবির উচিত নয় কারন!!!!
সাথে মতপ্রকাশ চিন্তার মরন!!!