ভাগ্যের অগ্নিরোগ |  মোঃ সালেহ  উদ্দিন প্রামানিক
(উত্তরের পথিক)
___________________________________                      
বাংলাদেশের আকাশ বাতাস
জমিনের মজলুম জনগণ
কি যেন বলে
কি যেন জানতে চায়
কান্না ও হৃদয়ের আকুতির
ভেজা ভেজা কন্ঠে
বিবর্তনের বিপরীত ধারায়
অনেকটা মনে কর
ডালিমের রক্তাক্ত দানার মতো
লোহিত হরফ দিয়ে লেখা।


আজব মোদের
ভাগ্যের হালখাতা
তার ছিদ্রময় প্রতিটি পাতা,
জলন্ত অঙ্গার হয়ে যেন
                    পুড়ছে মোদের হৃদয়।।
বলতেও পারি না
সহ্য করতেও পারি না
পেট পূজারী ও
কথা দেওয়ার শাসক ও নেতা
যাদের স্পর্শ  করে এ বিধিলিপি অগ্নিময়—
এবং দিতে চায় সজল ত্রাণ
পুড়ে ভষ্ম হয় জনগণের প্রাণ।।


গজব হতে
দেরি নায়
কেমনে সামাল দেব
এ দুর্যোগ—
লোহিত এ অগ্নিরোগ
কুরে কুরে খায় মোদের
সমুদয় আনন্দ উপভোগ।


ভাগ্যে আছে
আজাব গজব তাই
জনগণ না মরেও বেঁচে
সত্যি, ইতিহাসের পাতায় পাতায়
এমন জনগন ও
শাসককে নিয়ে লেখা হবে।
আরও লেখা হবে,
অভাগা জনগনের,
ভাগ্যের অগ্নিরোগ নিয়েও।।