আমার একটা ছাগল ছিল
টার জান নাম ছিল
কাঁঠাল পাতা আর কচি ঘাস
নিত্য তাহার আহার
পানি কম খেতো
মারও খেতো
দূবল হলো
শেষে মারা গেলো
গনতন্ত্রহীন সরকার
নব্য ছাগলের রুপকার
মিষ্টি মিষ্টি কথা
মিষ্টি মিষ্টি ওয়াদা
জনগণ জাগে
অবশেষে সরকার ভাগে
মিথ্যা ও ছলনা
গনতন্ত্রের সাথে যায় না
উন্নয়ন সেতো এক পরিবার
এক সরকার
এক বেগমপাড়ার রুপকার
সংবিধান তার
আইন তার
পশাসন তার
নাই ভোটের অধিকার
নাই মানবাধিকার
জনগন রাস্তায়
চাই সব কিছুর সংস্কার
পতন চাই
পতন চাই
মাফিয়া সরকার
বাংলার জমিনে নাই দরকার
ভয়ংকর পতন
ভয়ংকর পতন
জনগণ রক্ত দেবে
জনগন বার বার জাগবে
মিছিল আর মিছিল
যা ১৯৭১ (গনতন্ত্রের জন্য)
তা ২০২২(ভোটের জন)
শোষন থেকে মুক্তি
আবারও হায়েনার ছোবল থেকে মুক্তি
আমিন আমিন।।