হয়তো দেখা হবে সেই রাস্তায়
যেখানে দুপাশে বইয়ের স্তুপ
রঙিন মলাটে রাঙিয়ে মুখ
ভিতরে অজানার হাতছানি
হয়তো দেখা হবে পুরানো বন্ধু
সিগারেটের ছাইয়ে স্মৃতির মোড়কে
গল্পই কি হয়েছে শুধু
না কি বইয়ের পাতা পাল্টিয়ে
সাথে রবীন্দ্রনাথ অথবা সত্যজিৎ
শরদিন্দু যায়না চোখ এড়িয়ে
হয়তো নেশাটা থাকবে বেঁচে
কলেজ ফেরত বইপাড়ায়
নতুন বইয়ের গন্ধে মেতে
পকেট যখন গড়ের মাঠ
হয়তো দেখব পুরানো মুখ
বইয়ের ভিড়ে কোথায় লুকিয়ে
বই বিক্রির হাসি


স্মৃতির ঘোলাটে আবছা আলোয়
যেটুকু পড়েছে মনে
তুলির টানে ভড়িয়ে পাতা
ভুল হবে সেই ঠিকানা
আশা রাখি দেখা হবেই
বই আবার কিনবো সবাই
আমার মতো ভাবছো যারা
মানুষের ভিড়ে বাঁচবে আবার
আমাদের প্রিয় বইপাড়া