চারিদিক আজ বদ্ধ দেওয়াল
ভুলে সব পুরানো খেয়াল
হাজির অজানা দেশে
যাযাবর এই জীবন ইতি
পুরানো সব ভুলিয়ে স্মৃতি
দাঁড়িয়ে জীবন শেষে
চারিদিকে আজ ঘোর কলরব
পাগলের ন্যায় ছুটছে সব
কিসের এত দ্বন্ধ
হাসছে সে পর্দার আড়ালে
সুখটান সিগারেট হেলান দেওয়ালে
আজ তার মুখবন্ধ
খেয়াল যখন ছবি আঁকা
রঙিন সকল অঢেল টাকা
হিসেব গরমিল
তুলির টানে সবার কানে
ফিসফিস কথা সবাই জানে
তবুও দরজায় খিল
হঠাৎ নীরবে থাকা সে
চিৎকারে মন দিয়েছে বিষে
অতিকায় স্বপ্ন ধূসর
রাজার পক্ষে বিপক্ষের মত
সুযোগের সাথে দুই হজরত
জনতা আজ নিথর
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর
অনেক পুরনো চেনা এই সুর
খুব বাস্তব কথা
জ্ঞানের উৎস তর্ক দিয়ে
ভুলতে হবে তা কষ্ট নিয়ে
নইলে রইবে না মাথা
যদি হতো সব ব্যতিরেকে
নিজের মতো দুকান মূলে
হতাম কিতাব বন্দি
যদি স্বার্থের উর্দ্ধে এই পৃথিবী
সাদা আকাশ আর নীল সাগরে
শিক্ষা যখন বাঁচবার ফন্দি।