চোখের কোণায়
কাজল রেখায়,
প্রতিবিম্ব কার ভাসে
মনিকোঠায় ।


আমি,
আড়চোখে দেখি তারে
পাইনা কাছে যারে,
ছুঁতে যেয়ে দমে যাই
বেখেয়ালী কোন অভিমানে ।


নিরব দুপুর ; শান্ত পুকুর
বিজয়ীর বিজয় মিছিল ,
পরাজিত আমি বসে আছি
আমি একাকি গাঙচিল ।


দমকা হাওয়ায় লাগে যে ছোঁয়া
ধরীত্রির বুকে সে প্রেম মানা ,
তবুও থাকি; তুলে স্নিগ্ধ আঁখি
যদি আসে জীবনে কোন অতিথি পাখি !
আগলে তাকে গোপনে
প্রচন্ড ভালোবাসি ।