দুঃখ, যেন একটা বিষের বাঁশি
সুখের বিপরীতে যার বসবাস
দুঃখের পথ বরই বন্ধুর
সে পথের পথিক আমি এক দেবদাস
দুঃখের মাঝেই আমার বসবাস


বন্ধু তুমি ব্যথা দিয়ে
জানি না কি সুখ পেলে
এটাই ছিল বুঝি আমার প্রতি তোমার বিশ্বাস
বিষে ভরা ছিল তোমার প্রতিটি নিঃশ্বাস
যে বিশ্বাস তীক্ষ্ণ শেলের মত
বিঁধল আমার বুকে
আমায় ভুলে বন্ধু
জানি না আছ কতটা সুখে!
ভালবেসে কাছে টেনে নিয়ে
কেন দূরে দিলে ঠেলে?
তাহলে কেন “ভালবাসি” এ কথাটি বলেছিলে?


জানি না কোন সুখের আশায়
ছুটলে তুমি মরীচিকা পিছনে
আমায় বানিয়ে দেবদাস
আর তাই, দুঃখের মাঝেই হয়ে গেল আমার বসবাস।


দেবদাসের অর্থ কি তা আগে বুঝিনি
তোমাকে হারাব তা কখনও ভাবিনি
কানায় কানায় পূর্ণ ছিল আমাদের ভালবাসা
কখনও ভাবিনি, এটা ভালবাসা নয়
এ শুধু আমার অন্ধবিশ্বাস।
আর সেই অন্ধ বিশ্বাসের সঠিক জবাব ই তুমি দিলে
আমায় বানিয়ে দেবদাস
আর তাই, দুঃখের মাঝেই হয়ে গেল আমার বসবাস।