ওগো প্রিয়তমা
তোমায় ভেবেছি আপন করে
আজও তুমি বুঝলে না আমায়
বুঝলে না তুমি এ মনের কি ভাষা
বুঝলে না তুমি জীবনের কি চাওয়া
ভেঙ্গে দিলে তুমি এই মন আমার
স্বপ্নের মাঝেই রয়ে গেলে তুমি
বাস্তবে হলে না আমার
মনের গভীরে জমে থাকা সব ভালবাসা
বন্দি হয়েই থেকে গেলো বুকের গহীন খাঁচার ভিতর
তাই, আমি আজ সঙ্গীবিহীন
মনটা আমার
হয়ে গেছে আজ ধু-ধু মরুভূমি
আছে শুধু হাহাকার।
ব্যর্থ আমি
আজ আমি নিঃস্ব
নেই কোন মন বোঝার সঙ্গিনী
আমি যে শুধুই ভালবাসি তোমায়
আজও কি তা বুঝাইতে পারিনি?


প্রিয়া, ভালবাসি তোমায়
আর আজও ভালবাসি
এবং ভালবাসব সারাটি জীবন
যাব নাকো কভু ভুলে
আসলেও জীবনে শত ঝড়, তুফান।


মনের মানুষী তুমি আমার
তুমিই জীবনের সকল আশা
বুকের মাঝে জমানো যত প্রেম
সবই যে তোমারই জন্য রেখেছি
আর অনেক যতনে রেখেছি তোমার জন্য
আমার এই বুকভরা ভালবাসা।
সঙ্গিনী তুমি, সাথী তুমি
আমার জীবনের প্রিয়া শুধু তুমি
কোথায়, কোন আসনে রেখেছি তোমায়
বুঝতে তুমি
যদি দেখাতে পারতাম
চিরে এই হৃদয় ভূমি।


ভাল না বাস দুঃখ নেই কোন
কিন্তু বলো না ভুলে যেতে
না হয় শুধু আমিই ভালবাসলাম
আমি না হয় ধন্য তাতে।