এই হলুদ রৌদ্রের বিকেলে
একাকী কোন নির্জনে তাকালে
অথবা জ্যোৎস্না ভেজা মায়াবী রাতে
ভেসে ওঠে তার ছবি
যতই থাকুক মনের গহীন আধারে
স্বপ্ন হয়ে দোলা দেয় সে
থেকে যায় শুধু মনের গভীরে
চাঁদের আলো হয়ে সে আসে
আমার ভাঙ্গা কুটিরে
দেখা যায়, শুধু যায় না ছোঁয়া
যেন গান চুপিসারে।


বাতাসের কাছে জানলাম আমি
সে নাকি আসবে আমার স্বপ্নের নীড়ে
খুশিতে মন উঠলো মেতে
তারপর ভাবি বসে একা একা
সে আসলে
কি বলব তারে?
আবার ভাবি বসে মনে মনে
কিভাবে শুভেচ্ছা জানাবো তারে?


মনের মাঝে আশা নিয়ে থাকি
কখন আসবে সে স্বপ্নের নীড়ে?
একা একা ভাবি মনে মনে
আশার পাখায় ভর করে।


দিন যায়, মাস যায়
বছর যায় পেরিয়ে
কিন্তু সে কেন আসে না আমার স্বপ্নের নীড়ে?


তারপর...
অনেক খুঁজি তারে
কিন্তু, পাই না খুঁজে তারে
আসলেই কি সে আসবে আমার স্বপ্নের নীড়ে?
শুধুই কি স্বপ্ন হয়ে থাকবে সে?
বাস্তবে আসবে না আমার মনের নীড়ে?
স্বপ্ন আমার থেকে যাবে কি মনের গহীন আধারে?
আমি কি তবে থেকে যাব
নিরাশার স্বপ্ন তীরে?