প্রায় প্রতিটি রাতে সে আসে আমার স্বপ্নের মাঝে
বলে,
হে প্রিয়তম, কাছে এসে হাত দুটো ধরো আমার
জড়িয়ে নাও আমায়, ঐ দুই বাহু বন্ধনে তোমার
আমি লুকতে চাই ঐ বুকের মাঝে তোমার


তার সেই চাহনি, সেই ব্যাকুল আবেদন কে
আমি কেন যেন এখনো উপেক্ষা করতে পারিনা
প্রশ্ন আমার, নেই তো কিছু আর বাকি দুজনার মাঝে
দুজনার পথ তো আজ চলেছে দুই দিকে
নিজের মত করে দুজনেই হয়তোবা আছি সুখে
নেই তো আর কোন সম্পর্কের বাঁধন
যে বাঁধন ভেঙ্গে গেছে কোন এক কাল বৈশাখী ঝড়ের আঘাতে


তাহলে কি ভাববো, সে আসলে সুখী নয়?


তার ঐ চোখ দুটি যেন কত কিছু বলতে চায় আমায়
অনেক না বলা কথা হয়তো রেখেছে জমিয়ে
হৃদয়ের গহিন কোনায়
বলতে আমায়
তাকে দেখলেই মনে হয়
আমি যেন তার কাছে ঋণী
যেটা হয় নি দেয়া তাকে
হয়তোবা সেই কারণেই
সে আসে প্রতিটি রাতের স্বপ্নে
কাঁদাতে আমায়
ভাসাতে আমায়।