ব্যস্ত এই শহরের ভিড়ে
কিছু মানুষ আজও রয়েছে
যারা স্বপ্ন খুঁজে ফিরে
আকাশের ঐ বুকটা চিরে
চাঁদ টাকে যে আনতে চায় আপন নীড়ে
আমারও আছে স্বপ্ন, আছে আশা
মায়াবী ঐ স্বপ্নলোকের ভিড়ে
শত আশার প্রহরী
যেখানে দেয় পাহারা
সেই স্বপ্নটাকে আমিও যে চাই
চাই আনতে আমার নীড়ে।
শত দুর্যোগ পেরিয়ে
আমিও যেতে চাই
সেই স্বপ্নের নীড়ে
তা না হলে আমি যে থাকব পরে
নিরাশার স্বপ্ন তীরে!


কিন্তু, আমি তো তা পারব না
থাকতে সেথায়
কারন?
সেথায় আছে শত দুঃখ হতাশা
যা থাকবে ঘিরে আমায়।


আমি হারিয়ে যেতে চাই
ঐ স্বপ্ন লোকের ভিড়ে
যেখানে দুঃখ হতাশা পাবে না খুঁজে আমায়
তার আঙিনায়, তার নীড়ে।
আশার পাখায় ভর করে
আমি চলে যেতে চাই সেই স্বপ্নের নীড়ে
আসব না আর ফিরে
হারিয়ে যাব সেই স্বপ্ন লোকের ভিড়ে।