তোমায় আমি বুঝতে পারি নিজের মতো
এক পলকে ই পড়তে পারি তোমার দুচোখ
কোন ভাবনায় ডুবে তুমি তোমায় গড়ো
কোন ভাবনায় কখন তুমি ডুবে থাকো
মনের আকাশ মেঘলা হলে কেউ না বুঝুক
তোমায় আমি বুঝতে পারি খুব সহজে।
জলের মতো কখন তুমি বহতা নদী
মন খারাপের দিনগুলোতে  চুপটি করে
কেন তুমি আড়াল থাকো সেটাও বুঝি
কখন তুমি একটু হাসো,কখন তুমি ভালোবাসো
কার ভাবনায় কখন তুমি ডুবে থাকো
আমি ঠিকই পড়তে পারি নিজের মতো।
কখন তুমি আমায় ভাবো কখন করো অবহেলা
সব মিলিয়ে আদ্যোপান্ত মুখস্থ এক কবিতা জেনো
কোন ভাবনায় দুরে ঠেলো লেখার খাতা  
গানের খাতার স্বরলিপি তুলে রাখো খুব গুছিয়ে
আমি ভীষণ বুঝতে পারি অনুভবে।
ভাবনারা সব তোমায় ঘিরে অষ্টপ্রহর
মোহন বাঁশির ব্যাকুল সুরে কখন তুমি
হও উদাসী অষ্টাদশী র প্রেম জোয়ারে
কখন তোমায় ব্যাকুল করে তোমায় লেখা
আকুল করা প্রেমের চিঠি , কিংবা কোনে ভালোবাসার পঙক্তিমালা হও উদাসী
বুঝতে পারি ঠিকই আমি আমার মতো।
তুমি ছাড়া শূন্য ভীষণ আমার লেখার খাতা
তোমায় নিয়ে যত্নে আঁকি পাণ্ডুলিপির পাতা।
আনন্দেরা পথ খুঁজে পায় পেলে তোমার দেখা
তুমি আড়াল হলেই জেনো আমি ভীষণ একা।