মন গহীনে ভাবনা যতো,
মন ভেবে নেয় নিজের মতো।
সকাল দুপুর সন্ধ্যা সাঝে,
তুমিই থাকো মনের মাঝে।


মেঘ রোদ্দুর আলো ছায়ায়
মান অভিমান স্নেহ মায়ায়।
দিনের আলো রাতের কালো,
অষ্টপ্রহর ভাসি  বালো।


কাজল কালো ডাগর আখি
পদ্মদীঘির জলে
টলটলমল  তোমার ছায়া
শান্ত সুকোমল।


তোমার চুলের মুগ্ধ ঘ্রানে
দোলা দিয়ে যায় যে প্রানে।


তোমার হাসির সুরের বাশি
শুনতে ভীষন ভালোবাসি।


মান অভিমান রাগ ভুলে যাই
তোমায় ভেবে সুখ খুজে পাই।


যখন তখন চোখ বুঝে তাই
ইচছে মতো জড়িয়ে ধরি।
বুকের মাঝে নদীর মতো
জলের ধারা আাহা মরি।


আনমনে যাই বিলি কেটে
তোমার চুলের গভীরতায়।


প্রানশক্তি তুমিই যেনো
বেচে থাকার ইচছে যতো।
নতুন ভোরের স্বপ্ন আকি,
যখন তখন নিজের মতো।


এক লহমায় এক নিমিষে
তোমার ঠোটের মুগ্ধ হাসি।  
ভোরের শিশির  দুর্বা ঘাসে
খুজতে ভীষন ভালোবাসি।


তুমি আমার একলা আকাশ
বুকের খাচায় সজীব বাতাস।
একলা নদী বুকের কোনে
যাও বয়ে যাও সংগোপনে।