বন্ধু মানে আমি তুমি
বন্ধু মানে আপনি এবং তুই
বন্ধু মানে একে একে দুই
কিম্বা দুয়ে একে দুই।
বন্ধু মানে একটা আকাশ
এক ফালি চাঁদ ভোরের শিশির  ধারা
নীল জোনাকি রাতের  ধ্রুবতারা


বন্ধু মানে পাশাপাশি
জলের দুটি ধারা।
বন্ধু মানে বাধনহারা
মুগ্ধমায়া জেনো পাগল পারা।


বন্ধু মানে সবুজ বনের ভোর
বন্ধু মানে বলবি কি আজ
কি হয়েছে তোর?


বন্ধু মানে মনের যত
আপন  গোপন কথা
দুঃখ  শোকে গোপন যতো
মনের আকুলতা।


বন্ধু মানে  নিজের ছায়া
আপন কাছের সজন
বন্ধু মানে মান অভিমান
রাগের শেষে  আপন।


বন্ধু মানে  বৃস্টি ভেজা
বাদল দিনে তোমায় পড়ে মনে
বন্ধু মানে রাগ করলে অমন যদি
অভিমানে যাবো  যে কার পানে।


বন্ধু মানেতোর দুখানা হাত ধরে
হাটব আজি অনেক দুরের পথ
লং ড্রাইভে  দু জন মিলে
একটা মত  ও পথ।


বন্ধু মানে বন্ধু আমার
সুখে  দুখে জড়িয়ে বুকে
করবে শাসন করবে সোহাগ
আল্লাদে আর শোকে।


বন্ধু যদি থাকে পাশে
কাটবে সময় আনন্দে বার মাস
বন্ধু মানে বুকের ভেতর
স্বপ্নের চাষাবাদ।


বন্ধু মানে বন্ধু আমার
ভালো থাকিস তুই
বন্ধু মানে দুয়ে মিলে এক
বন্ধু মানে একে একে দুই।