বৃষ্টি এলে তুমি ও আসো
রিমঝিমিয়ে বৃষ্টিতালে
টুপুর টাপুর তুমি ও হাসো।
দরজা বন্ধ, জানালা বন্ধ
মনের সকল দুয়ার বন্ধ।
তবু তুমি সাত সমুদ্রের ওপার হতে
ভেজা মেঘের ভেলায় ভেসে।
ভাসিয়ে দিতে সামনে আসো,
খিলখিলিয়ে বৃষ্টিতালে
ঝমঝমিয়ে তুমি ও হাসো।


দুহাত তোমার বাড়িয়ে দিয়ে
আমায় তোমার সংগে নিয়ে


আমায় তুমি কাছে ডাকো
বৃষ্টি ভেজা সবুজ বনে
কাচা মেঠো পথের পরে
যুগল পায়ের চিহ্ন আঁকো
ভিজিয়ে আমায়  তুমি হাসো
আমার সনে তুমিও ভাসো।


দু চোখ বুঝি তবু দেখি
যখন তখন সংগে আছো একি
তোমার ছায়া বুকের মাঝে।
সকাল দুপুর সন্ধ্যা সাঝে


বৃষ্টি পরে টাপুর টুপুর
পথ হেটে যাও বুকের ভেতর
পোড়া জমি যাও ভিজিয়ে
পায়ে দিয়ে জলের নুপুর।