অগ্রজের আঙুল ধরে
নতুন জামার প্রথম স্কুল,
শ্লেট আর চকে আকা
জীবনের প্রথম ভুল.


পরম মমতায় বাবার কাধে
মাছ ধরার সে সব দিন  
সোনালী শৈশবের কাছে
আজো অনেক রিন।


শৈশবের সে সব স্মৃতির মেলা
ভুলিনি তোমায়
কেরোসিন ভেজা দলা পাকানো
পাটের সলতে দিয়ে চেরাগ জ্বালানো
টিকা কর্মীর ভয়ে স্কুল পালানো
ভুলিনি তোমায়।


কড়া চোখে কাচারী ঘরে
স্যারের রাগী চোখে তাকানো।
দুরন্ত সে কৈশোর
আজো আমি ভুলিনি তোমায়।


নদীর জলে ডুব সাতারের
সে সব দিনে
চুডুইবাতির,খানাপিনায়
দাদীর হাতের মাটির হাডি
শীতের দিনে পৌষ পাবনের  
পুলি পিঠা, মন্ডা মিঠায়।


অপরুপা মেহের বানু
ভুলিনি তোমায়।


নদীর জলে কাদা মাখা,
পুকুর জলে ধোয়া মোছা,
মায়ের হাতের বাশের কন্চি
বগল তলা্য় লুকিয়ে রাখা
চোট্ট রসুন কোয়া
শীতল পাটির ছক্কা
কিবা সতরন্জী।
স্কুল পালানো সে  কৈশোর আজো আমি ভুলিনি তোমায়।