ইষান কোনে মেঘ জমলে আকাশটা হয় কালো
মেঘের আধার কাটলে পরে হেসে উঠে আলো
তোমার দেখা না পাই যদি মনেতে মেঘ জমে
তোমার  হাসি দেখলে পরে ব্যথা খানিক কমে।
ইচ্ছে করেই হয়তোবা তাই দুরে সরে থাকো
নিজের মতো মন গহীনে দুঃখ পুষে রাখো
মন গহীনে থাকো তুমি যত দূরেই থাকি
দুঃখ কষ্ট পুষে তবু তোমার ছবিই আঁকি।
আর কতটা কষ্ট দিলে তুমি হবে সুখি
হ্রদয় জুড়ে সারাটা ক্ষন দুঃখের আঁকিবুঁকি।
এমনতরো দুঃখ বিলাস আমায় দিলি তুই
দুঃখের সাথে ঘর বেধেছি দুঃখের সাথেই রই।