মনের মধ্যে  হঠাৎ করে মাঝে মধ্যে
উঁকি ঝুকি দেয় কবিতার গুলো
ইচ্ছে গুলো ডালপালা মেলে মনের মধ্যে
দেবদারু কিংবা অশ্লথ এর মতো  
গড়ে তোলে অচলায়তন।
বুকের ভেতর হাতুড়ি পেটায় শব্দগুলো
নাতি দীর্ঘ ,অতি দীর্ঘ কখনোবা
এক লাইনের একটা  কবিতা
এক লাইনের আবার কবিতা হয় নাকি ?
হয় হয় হৃদয়ের গভীর  হতে  জবাব আসে
হবে না কেন পৃথিবীর সবচেয়ে সরল কবিতা
সবচেয়ে জটিল তম যে কবিতা
আর সবচেয়ে শুদ্ধতম যে কবিতা
সবই তো ওই  একটা লাইন  
আমি তোমাকে ভালোবাসি।  
এই একটা লাইন  যে কবিতার
পঙক্তি টা শুনতে সবাই ব্যাকুল
তাতো এক লাইনের ই   একটা শব্দের
যে দিকে লেখাটা নিতে চাচ্ছিলাম
রেল লাইনের বাঁকের মতো হুট করে
মোড় টা ঘুরে সেই আদি ও অকৃত্রিম ভালোবাসায় মোড় নিলো
আসলে ঘুরে ফিরে শেষ পর্যন্ত
সারা দেশের রেল গাড়িগুলো যেমন কমলা পুরে
তেমনি যাবতীয় কর্ম যত প্রেম ও অপ্রেমের কবিতা
দ্রোহ ও অনলে র গল্প সব কিন্তু
ওই এক বিন্দুতে এসে মিলিত হয় যার নাম ভালোবাসা,
রকম ,সময় ও আচার এর  নিরিখে বর্ণিল
এই ভালোবাসার রুপ রংধনু র আবীর মাখা  
কখনো বন্ধুত্ব ,কখনো মায়া,কখনো আদর
কখনো যন্ত্রনা,কখনো কাম বাসনা
কখনো দায়িত্ববোধ সব যখন একটা বিন্দুতে
এসে পৌচে তখন সেটা ভালো বাসা হয়ে দাঁড়ায়।
কখনো প্রিয়তমা নারীর জন্য ভালোবাসা
কখনো প্রিয়তম সন্তানের জন্য ভালোবাসা
কখনো স্ব দেশের জন্য জন্য দেশপ্রেম
জগতে সত্যিই বিরল বস্তু এই ভালোবাসা
যেটা  নিয়ে লিখবো ভেবে শুরু করে
খেই হারিয়েছি ,ভালোবাসা  ভালোবাসা বলে
চোখে পরা কাপড় বাধা ষাঁড়ের মতো চিৎকার
শুরু করেছি  সেটা আসলে ভালোবাসা সংক্রান্ত
কোন শিল্পকলা ছিলনা
সেটা নেহায়েত  আমাদের যাপিত জীবন
সময়ের যন্ত্রময়তা ,বাস্তবতার কঠিন বেড়াজাল
কিন্তু ভালোবাসা যে ভাবে মায়ার মতো
লেখা টাকে গ্রাস করে নিলো সেখানে বাস্তবতাটা বেমানান ঠেকবে
তাই ওই পথ না মাড়িয়ে
চির সবুজ,ভালোবাসার নামেই হোক
তুমি সংক্রান্ত যতো শিল্প।।