ফাল্গুনের অাগুন রংঙা কৃষ্নচুড়া
চোখের ত্রিসীমানায় পড়েনি অনেকদিন,
কৃষ্ণচূড়া কি কেবল রমনার বটমূলে ফোটে তবে?
হলুদের সমারোহ  সবুজ উদ্যান  টি এস সি,
অপরাজেয় বাংলা,আর মধুর ক্যান্টিন এর খোলা আঙিনা  জুড়ে বাউল বসন্ত।
দিনভর  মাতিয়ে রাখলো।
একদল প্রাণবন্ত যুবকের দল
নীল জিনস আর হলুদ টি শার্ট
মাতিয়ে রাখলো লাল হলুদের সুবর্ণ কংকন পরে থাকা
রমণীদের শাড়ীর আঁচলের পাশ ঘেঁসে হেটে চলা জোড়া বদ্ধ হাত।
মাঝখানে একটা রাতের কালো আধার
জগতের সমস্ত হলুদ ক্রমশ বিলীন হতে হতে
কৃষ্ণচূড়া  আঙুনমুখী লাল,লাল গোলাপের
গুচ্ছ কলি হতে ফোটে পরিপুর্ন ভালোবাসার কবিতা হয়ে উঠে।
বসন্তের বাউল বাতাসে লাল গোলাপের ভালোবাসা মাখা রঙিন আলোর বর্নছটা ছড়িয়ে
মনে করিয়ে দিয়ে গেলো
সময় বয়ে যায় সময়ের নিয়মে
আসে বসন্ত আর কোকিল
মনে পড়ে যায় একদিন আমরাও ছিলাম,
ভালবেসেছিলাম
আর বসন্ত বাতাসের, বাউলিয়ানা লুকালো কোথায়?
রইলো কেবল সারি সারি
স্মৃতির মালা মুক্তোদানা
প্রেমের মতো ঝিনুকের আবরণে।