তোমায় নিয়ে সবুজ বনে
একলা একা সংগোপনে
দুর পাহাডের শামল ছায়ায়
জারুল তলার রৌদ্দছায়ায়
অনেকটা পথ হাটার ইচ্ছে
বুকের মধ্যে একলা একা
অনিচ্ছেতে ও বাধে বাসা
রেল লাইনের দুধার ধরে
শাটল ট্রেনের পথের পরে
কিংবা ধরো কাটা পাহাড়
রাস্তা ধরে,চারুকলার ঠিক পেছনে
সবুজ যেথায় ঢাকা ঘাসে।
দুজন মিলে পাখির কুজন
শুনবো বলে অপেক্ষাতে
কেটে গেলো  অনেক বছর
একলা প্রহর একলা  একা।।


আবার  কভু দুজন  মিলে
খুজতে গেলে স্মৃতির সেকাল,
শাটল ট্রেনের মুগ্ধ সকাল।
ঝাউয়ের বনে, খেলার মাঠে
তোমার দুহাত ধরে আমার
হাটতে  ভীষন  ইচ্ছে হবে,
বাউলিয়ানায় মত্ত হয়ে
তোমার চুলের একটুকু ঘ্রান
নেয়ার বড্ড জাগবে চাওয়া
এক জীবনের এ টুকু পাওয়া
তাও কি  বলো বড্ডো  বেশী।
তবে  সেটা আকাই থাকুক
বুকের খাচায় তাতেই খুশি