আজকাল আর আকাশ দেখিনা,
চোখ বুঝলেই দুুর আকাশের চাদের চেয়েও
অনিন্দ্য সুন্দর তোমাকে দেখি,
চোখ বুঝলেই,তুমি আমার একপালি চাদ
হ্দয়েের আকাশ জুড়ে।


আজ কাল আর পাহাড দেখার ইচ্ছে৷ করে না,
বুকের ভেতর সবুজ পাহাড়,
কলকল শব্দে বয়ে চলা পাহাড়ী নদী
সবুজ ঘাসের বনে থাকা থোকা কদম
আর কাঠ গোলাপের সাদায় ভরে থাকা হ্রদয়ের মাঠ।


চোখ বুঝলেই তোমার দুহাত ধরে
অামি হেটে চলি অনন্তের পথ।


আজকাল আকাশ, পাহাড় আর সমুদ্র
কিছুই আমার লাগেনা
চোখ বুঝললেই আমি তোমাকে দেখি
তুমি আমার নীল সমুুদ্র আসমুদ্র হিমাচল।


আজকাল আমি শুধু বৃষ্টি দেখি,
বৃষ্টির কান্না শুনে বুকের ভেতর ভাঙ্গনের শব্দ শুনি
ফোটা ফোটা বৃষ্টির জলে ভিজে যায়
অামার বুকের সবুজ জমিন
ভেসে যায় চোখের নদী
সব কিছু ভেসে যায় ডুবে যায়
ফোটা ফোটা বৃষ্টিতে ভেসে যায় সবুজ৷ পাহাড়
রুপালী নদী,,উত্তাল সাগর
আর জোয়ারের জলে ভেসে থাকা চাদ।


একমাত্র তুমি জুড়ে থাকো হ্রদয়ের অাকাশ