বদলে  যায় সকল কিছুই
কেমন যেনো  সুতোয় বাধা নিয়মহীন এক  অনিয়মে
বদলে যাচছে বদলে দিচছে
দিন বদলের স্বপ্নগুলো।


চাকার মতো গড়িয়ে সময়   ভাংগে  পল, অনুপল,
ক্ষনে কিংবা রাতে  দিনে।
মুহুর্তেরা  ফুরিয়ে যাবে বলে  ইচছে মতো হারিয়ে যায় মহাকালের ব্লাকহোলে।


আলো আধারেরা বদলে যায়  আলোর শেষ বিন্দুতে
উত পেতে থাকে আততায়ী অন্ধকার, নিকষ কালো রাতের শেষ প্রহরে, আলোর সংগমে প্রত্যেকটা রাত জন্ম দেয় একেকটা নতুন ভোর।


বদলে যায় রীতি নীতি
বদলে যায় ধর্ম এবং রাজনীতি
সামন্তবাদ থেকে সাম্য বাদ
আদিম সমাজের বর্বরতা দৃশ্যমান আজ বর্তমানের পর্দায়।


ভালোবাসা এখন খুচরা মুল্যে
সুলভে বিকায় ঝালমুরি আর চানাচুরের ঠোঙ্গার মতো।
লাইক কমেন্ট আর শেয়ারে
বফ গফ আর ক্রাশের মোড়কে।


ফেসবুক আর মেসেন্জারে
ইউ কিংবা রেড টিউবের কিউব গুলো, গিলে যাচছে উঠতি কিশোর। ওপার বাংলার টেলিপর্দার বৌদিমনির
সুডোল পাছায়
কামুক দৃষ্টির  ধর্ষনে আজ
জন্ম নেয়া আদিম রসের বানে
ডুবে যাচছে প্রজন্ম আজ।
সন্ধ্যাহলেই রিমোট হাতে
বউ,বুয়া সব নেই যেনো কাজ।


বদলে যাচছে মিছিল শ্লোঘান
রাজপথে আর ডংকা নাহি বাজে
কানাগলির অন্ধকারে
নেশায় মাতে যুবকেরা মরনঘাতি
অসময়ে যাচছে নিভে হাজার আলোর বাতি।


সারি সারি দালান কোঠা ইটের পাথরের দেয়াল চারিপাশে
কারো কোনো  ভালোমন্দে
কার কি যায় বা আসে
মহাকাল তাই বুঝি আজ বিকট শব্দে হাসে।