অমন কেন তুই  আমারে
বুকের খাচায় আটকে রাখিস,
আমায় কেন শিকল পায়ে
আটকে দিতে পিছু ডাকিস।


মুক্ত পাখি আকাশ পানে
পথ পাড়ি দেয় ক্লান্তি ছাড়া
রাত বিরাতে আধার পানে
আনন্দেতে মেতে উঠা বাধনহারা


কিংবা যখন নরোম আলো
নরোম রোদ্দুর ভেসে ভালো
খুব প্রভাতে সুর্য্য হাসে
ভোরের শিশির দুর্বাঘাসে
দেখতে কেমন ভালোলাগায়
দেখিস কেমন মন ভরে যায়।


নদী  যেমন  হয় গতিহীন
সাগর যখন কাছে ডাকে
পাহাড যখন বৃক্ষবিহীন
দৈব কোন দুর্বিপাকে।


আকাশ নদী পাহাড ও জল
খুব জোয়ারে বয় টলমল


আমি তেমন বাধনহারা
তোর ডাকে হই  ছন্নছাড়া


কেনরে তুই যখন তখন
ডাকিস আমায় ক্ষ্যাপার মতোন
তোর প্রেমেতে উথাল পাতাল
উম্মাদনায় বদ্ধমাতাল।


সব ভুলে যাই, তোর ইশারায়
এক হয়ে যায়  ছায়ায় কায়ায়


এমন করে ডাকিসনা আর
আমায় কাছে তোর
সন্ধ্যা রাতে গল্প শুরু
ঠিক জানিনা কখন যে হয় ভোর।