তোমার আগমনে শুনি
শুকনো পাতার মর্মর ধ্বনি।
কুয়াশার চাদর বিছানো পথে
তুমি ঘুরে ফিরে আসো মোর দুয়ারে
যতোই দুরে ঠেলে দিতে চাই
ততোটাই কাছাকাছি আসো
আমার জড়িয়ে ধরো লেপের ওমে
বাহারী শাল কিংবা সোয়েটারে
তোমায় আড়াল করে রাখতে
ঠোটে মাখি লিপজেল,
গায়ে বাহারী সুগন্ধী লোশন
আর রুম হিটারের উত্তাপে
কি গ্রিজারের পানিতে
রাত গভীরে ক্যাম্পফায়ার
আমি তোমায় আমি দুরে সরিয়ে দিই
আর তুমি আমায় এতটাই ভালোবাসো
তোমায় আমি  যতোই দুরে সরিয়ে রাখি
তুমি বেহায়ার মতো হও বেশরম
বার বার ঘুরে ফিরে হও বাহুলগ্ন।
তুমি সত্যিই ভীষন জ্বালাও আমায়
তবু ও কেনো জানি তোমায় ভালোলাগে
যাবার আগে বসন্তের পথ দেখাও বলে
আর তাইতো তোমার প্রতীক্ষায় থাকি
কখন আসবে তুমি, ভালোবেসে
আমায় বুকের মাঝে জড়িয়ে ধরবে।


২৫-০১-২০২১