কবিতা লিখতে গিয়ে ভাবনায় ডুবি
কি নিয়ে লিখবো কবিতা?
আমি তো কবি নই,
তাই আমায় গুনতে হয়না মাত্রা
গুনে গুনে মেলাতে হয় না তাল কি ছন্দ মিল
মধ্য অন্ত মিল কি অনুপ্রাসের ভাবনায় ডুবে
অক্ষর বৃত্ত, স্বর বৃত্ত কিংবা মাত্রা বৃত্তে
সুররিয়ালিজম খুঁজতে হয় না আমার
খুঁজতে হয় না পোড়া জমির ইতিহাস
কিংবা প্রাচীন পৌরাণিক কাহিনীর
উপমায় সাজানোর ব্যাকুলতা নেই
তাই ভাবনার বৃত্তে না ডুকে
আমি কেবল তোমাকে নিয়েই
লিখে যাই ভালোবাসার কাব্যকলা।
কবিতার শিল্প সৌন্দর্য আর অহংকারের
কারুকাজ ভুলে আমি তোমার সৌন্দর্যে
ডুবে থেকে অবলীলায় লিখে যেতে পারি
হাজারটা ভালোবাসার কবিতা ।
যে কবিতা জুড়ে কেবল তুমি থাকো
তোমার জন্য থাকে অামার মুগ্ধতার আবেশ
তাই কবিতায় বুনে চলি ভালেবাসার শিল্প।