শুকনো পাতার মড়মড় শব্দে
হারানো দিন গুলো খুঁজি।
আজ ও তাকিয়ে সেই মেঠো পথে,
কিন্তু হারিয়ে গেছে সবই।
জানার যা ছিল জেনেছি সবই
ভাবতেই অবাক লাগে ভুলে গেছি সবই!
অন্ধকারের ঝি ঝি পোকার ডাক,
আজ যেন স্বপ্নেই কল্পনা করি।
কেন জানি সবকিছুতেই ভেঙে পড়ি।
হার মানতে খুবই কষ্ট হয়
তবুও হেরে ই যাচ্ছে সবাই।
হাটতে পারা বাচ্চা টাও আজ,
ভবিষ্যতে হবে কি? করে ফেলেছে আন্দাজ।
এ কেমন যুগে এসে পড়লাম??
এখানে এসে যেন সবই হারালাম।
ভাগ্যিস মা আমার পাশে ছিলো,
সৃষ্টিকর্তা আমার ভাগ্য টা করেছে অনেক ভালো।