নিজেকে আজ সাজিয়ে নিয়ে,
তোর মনের আয়নাতে দেখছি,
হাজারো গোলাপ হাতে,
তোর অপেক্ষায় আজও আছি।
সীমাহীন প্রেম এ বুকে নিয়ে,
আমি আজ তোর সামনে দাঁড়িয়ে।
একটু আস্থা একটু বিস্সাস,
আমাকে আজ রঙ তুলিতে রাঙাবে।
ফুলের প্রতিটা পাপড়ি আজ,
সেজেছে নতুন সাজ।
তোর জন্যই শুধু তোর জন্যই।
কবিতা ঠাসা বই খানি আজ,
বের করে দিচ্ছে চিঠি টার ভাজ।
কেন জানি অবাক লাগে,
তোর মাথাটা রাখলে এ বুকে।  
শান্তির বিছানায় যেন আমি,
তোর সাথে করছি দুষ্টুমি।
রঙধনুর রঙে রাঙানো তোর হাসি,
বাজিয়ে যাচ্ছে অবিরত বিন বাসি।